coronavirus

করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যুর দিক থেকে ৮ মে শিখরে পৌঁছায় ভারত। এরপর থেকে শনাক্তের সংখ্যা কমতে শুরু করে দেশটিতে। তবে মৃত্যুর দৈনিক হার সে হিসাবে কমেনি।

পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যের বরাতে সোমবার বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভাইরাসে ভারতে ৪ হাজার ৪৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৩ হাজার ৭৫১ জনে।

দেশটিতে ২ লাখ ২২ হাজার ৮৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয় গত ২৪ ঘণ্টায়। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৬৭ লাখ ৫১ হাজার ৬৮১ জনের দেহে।

ভারতে আগামী ছয় থেকে আট মাসের মধ্যে করোনার তৃতীয় ধাক্কা আসতে পারে বলে আশঙ্কা রয়েছে। তবে দেশটিতে টিকাদান কার্যক্রম এখনও নিম্নমুখী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here