দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। দেশে করোনা শুরুর পর থেকে গত দেড় বছরের বেশি সময় পর এই প্রথম মৃত্যুশূন্য দিন পার করল বাংলাদেশ।
শনিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিফ কোভিড ইউনিট) অধ্যাপক ডা. মো. ইউনুস স্বাক্ষরিত সর্বশেষ করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে একই সময়ে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৭৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জন ও মৃতের সংখ্যা বর্তমানে ২৭ হাজার ৯৪৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা শনাক্ত হওয়ার পর গত ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর পর কয়েকদিন দেশ মৃত্যুহীন ছিল। কিন্তু ওই বছরের ৪ এপ্রিল দু’জনের মৃত্যুর পর থেকে শেষ পর্যন্ত ১ বছর ৭ মাস ১৬ দিন পর মৃত্যুহীন দিনের খবর পেল বাংলাদেশ।