independent-tv

বাংলাদেশে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের এক সাংবাদিক। আজ শুক্রবার বিকেলে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী (সিইও) ও প্রধান সম্পাদক শামসুর রহমান নিজের ফেসবুক এই তথ্য দেন ।

তিনি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের একজন সহকর্মী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন পরিবারের একজন সদস্য করোনা ভাইরাসে (কভিড-১৯) পজেটিভ আক্রান্ত। উনি শেষ ২৫ ও ২৬ মার্চ অফিসে কর্মরত ছিলেন। এরপর থেকে অসুস্থবোধ করায় তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন। দুইদিন আগে তিনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) হট নাম্বারে করলে তার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার করোনা ভাইরাসে (কভিড-১৯) পজেটিভ ধরা পড়ে। কোভিড-১৯ পজেটিভ আসায় সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

This is to inform everyone that one of our colleagues in Independent Television has been tested positive for COVID 19. He is in institutional quarantine now and recovering fast. We have also identified people having had close contact with the patient. They have been sent on home quarantine. My colleague who has tested positive attended office last on March 26. None of my other colleagues is showing symptoms of infection. Journalists and media professionals everywhere are exposed to professional hazard. With the crisis looming large, I pray and hope Allah will save us all. Please stay indoors and follow government directives.

Posted by M Shamsur Rahman on Friday, April 3, 2020

তিনি জানান, আমার আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ রাখছি এবং ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানটির পরিচালকের সঙ্গে কথা বলেছি। উনার সংস্পর্শে যারা এসেছেন এমন ৪৭ জনের তালিকা করেছে এবং আইসোলেশনে পাঠিয়েছি।’

এদিকে আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত পাঁচজনকে শনাক্ত করা হয়েছে বলে জানান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here