ঘুমাতে সবাই ভালোবাসে। কিন্তু ঝক্কিময় চাকরি জীবনে ঘুমানোর সময় কোথায়? তাই হয়তো বিছানার সঙ্গে আলসেমির সম্পর্ক গভীর করতে সাপ্তাহিক ছুটির দিনের জন্য অপেক্ষা করেন সবাই। তবে চাকরিই যদি হয় ঘুমের, আর বেতন মেলে ১ লাখ টাকা?

চোখ কপালে ওঠার মতো বিষয় হলেও এমন চাকরিতেই নিয়োগ দেওয়া হচ্ছে প্রতিবেশী দেশ ভারতে। তবে রয়েছে কিছু শর্ত।

চাকরিটি আসলে ইন্টার্নশিপ। ঘুমানোর জন্যই শিক্ষানবীশদের চাকরি দিচ্ছে স্টার্টআপ ওয়েকফিট নামক সংস্থাটি।

জানা যায়, বিভিন্ন কারণে মানুষের ঘুম না হলে সহজ উপায় বের করে দেওয়া এ স্টার্টআপের কাজ। স্লিপ সলিউশন্স স্টার্টআপ ‘ওয়েকফিট’ তাদের ‘স্লিপ ইন্টার্নশিপ ২০১০ ব্যাচ’ প্রজেক্টের জন্য বেশ কিছু শিক্ষানবীশ নিয়োগ দেবে। সংস্থার ওয়েবসাইটে চাকরিপ্রত্যাশীদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

‘জব ডেসক্রিপশন’ বা কাজের বিবরণে বলা হয়েছে, এমন প্রার্থী কাম্য যিনি শোয়ার ১০-২০ মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়তে পারেন। এবং যাঁর ক্ষমতা রয়েছে, যখন তখন সামান্য সুযোগ পেলেই ঘুমিয়ে পড়ার।

আপনার মূল কাজ হবে রাতে টিভি বা মোবাইলে সময় নষ্ট না করা। নিজের ফোনে আসা নোটিফিকেশনকেও না দেখা। সব কিছু ঝেড়ে ফেলে কেবল নিশ্ছিদ্র আরামের ঘুম। এটুকুই ‘কাজ’!

তবে ঘুমের চাকরির সময় কর্মীদের পর্যবেক্ষণে রাখবে প্রতিষ্ঠানটি। চাকরিতে যারা যোগ দেবেন তাদের ঘুমানোর সময় ট্র্যাক করা হবে। এ ছাড়া যে বিছানায় তারা ঘুমাবেন সেটিও ঘুমানোর আগে ও পরে পরীক্ষা করে দেখা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here