sheikh-hasina
Photo Credit: PID

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনের সরকারি সফরে আবুধাবির উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে তিনি এই সফর করছেন ।

বাসসের খবরে জানা যায় যে, ‘ প্রধানমন্ত্রী আজ বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে করে প্রধানমন্ত্রী ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।’

স্থানীয় সময় রাত ৮টার (২০টা) দিকে বিমানটি ইউএই’র আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী এই সফরকালে বাংলাদেশ ও ইউএই’র মধ্যে ৪ থেকে ৫টি সমঝোতা স্মারক (এমওইউএস) স্বাক্ষরিত হতে পারে। তবে, এই সমঝোতা স্মারকগুলো এখনো চূড়ান্ত হয়নি।

১২ মার্চ প্রধানমন্ত্রী দেশে ফিরে আসবেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here