Image source: Cricket World Cup/twitter

আন্তর্জাতিক ওয়ানডেতে সাকিব আল হাসানের ৬ হাজার রানের ঘোষণা আসতেই গর্জন উঠলো গ্যালারিতে। এই মাইলফলক থেকে ২৩ রান দূরে থেকে ব্যাটিংয়ে নেমেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।


সোমবার টন্টনের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে ওশানে থমাসের বলে সিঙ্গেল নিয়ে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৬ হাজারি ক্লাবের সদস্য হলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি সাকিবের ২০২তম ওয়ানডে। আগের রেকর্ড গড়া শহিদ আফ্রিদিকে অনেক ব্যবধানে পেছনে ফেলে সাকিব গড়েছেন নতুন রেকর্ড। আফ্রিদির লেগেছিল ২৯৪ ইনিংস।

২৯৬ ইনিংস লেগেছিল জ্যাক ক্যালিসের। এই ডাবল আছে কেবল আর সনাৎ জয়াসুরিয়ার। শ্রীলঙ্কান অলরাউন্ডারের লেগেছিল ৩০৪ ইনিংস।

ওয়ানডে অভিষেকের পর মাত্র ৬ মাসের ব্যবধানে সাকিব খেলেছেন ১৮টি আন্তর্জাতিক ওয়ানডে।

এরই ধারাবাহিকতায় ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপে সুযোগ পান তিনি। ২০০৭ সালের বিশ্বকাপের পর ২০১১ ও ২০১৫ সালের আসরেও খেলেছেন এই অলরাউন্ডার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here