kolkata-dhaka-bus

করোনা ভাইরাসের কারণে প্রায় ২৭ মাস বন্ধ থাকার পর ট্রেনের মত পুনরায় শুক্রবার থেকে চালু হল বাংলাদেশ-ভারতের আন্তঃদেশীয় বাস সার্ভিস (Dhaka-Kolkata Bus service)। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টায় বিআরটিসির রাজধানীর কমলাপুর ডিপো থেকে কলকাতার উদ্দেশে প্রথম বাসটি ছেড়ে যায়।

শুক্রবার সকালে রাজধানীর কমলাপুর বিআরটিসি বাস ডিপোতে এর উদ্বোধন করে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, আপাতত ঢাকা-কলকাতা এবং ঢাকা-আগরতলা রুটে বাস চলাচল করবে। পর্যায়ক্রমে অন্যান্য রুটেও বাস চলাচল শুরু করবে।

প্রথমে চলবে ঢাকা-কলকতা, ঢাকা-শিলিগুড়ি, কলকতা-ঢাকা-আগরতলা এবং ঢাকা-খুলনা-কলকাতা রুটের গাড়িগুলো। পরবর্তীতে ঢাকা-সিলেট-শিলং-গৌহাটি রুটের বাস চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

করোনার কারণে ২০২০ সালের মার্চে বন্ধ হয়ে যায় বাংলাদেশ-ভারতের বাস যোগাযোগ।

শ্যামলী এনআর পরিবহণের সময়সূচি :

সময়সূচি :
👑 কোচ ৭০০৩ :
☞ কমলাপুর থেকে সকাল ০৭:৩০
☞ পান্থপথ থেকে সকাল ০৭:৪৫
☞ কল্যানপুর থেকে সকাল ০৮:০০
👑 কোচ ৭০০৪ :
☞ কমলাপুর থেকে রাত ১০:১৫
☞ পান্থপথ থেকে রাত ১০:৪৫
☞ কল্যানপুর থেকে রাত ১১:১৫
✅ ভাড়া : ১৯০০/- ( ইকোনমি ক্লাস হুন্দাই )
✆ কমলাপুর – ০২-৫৮৩১২০৯৪
✆ আরামবাগ – ০২২২৪৪০১৩২৮
০২২২৪৪০০৫৩২
✆ পান্থপথ – ০২-৯১১২৩২৭
০১৮৬৫-০৬৮৯০৫
✆ কল্যাণপুর – ০২-৮০৯১১৬৫
০২-৮০৯১১৮৩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here