স্থলপথে নাগরিকদের দেশের বিভিন্ন স্থানে নিরাপদে যাতায়াতের লক্ষ্যে ইন্দোনেশিয়া থেকে ৬ষ্ঠ ধাপে এলো আরও ২২টি মিটারগেজ কোচ।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) কোচগুলো চট্টগ্রাম বন্দর থেকে খালাস করে পাহাড়তলী কারখানায় নিয়ে যাওয়া হয়। এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি ৫ম ধাপে ২২টি কোচ এসেছিলো। সবমিলিয়ে ২০০টি কোচের মধ্যে ১৩২টি কোচ দেশে পৌঁছেছে।

কোচগুলো খালাসের পর পাহাড়তলী কারখানায় নেয়া হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের পূর্বাঞ্চলের প্রকৌশলী ফকির মহিউদ্দিন।

তিনি জানান, কোচগুলো চট্টগ্রাম বন্দর থেকে পাহাড়তলী ওয়ার্কশপে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এসব কোচ চলাচল উপযোগী করে বিভিন্ন ট্রেনে যুক্ত করা হবে।

সংশ্লিষ্ট সূত্র মতে, স্থলপথে নাগরিকদের দেশের বিভিন্ন স্থানে নিরাপদ, আরামদায়ক, সহজলভ্য ও পরিবেশবান্ধব রেলসেবা দেওয়ার লক্ষ্যে ইন্দোনেশিয়া থেকে ২শ’ অত্যাধুনিক কোচ আনা হচ্ছে। তাছাড়া পুরাতন ট্রেনেও এসব কোচ সংযোজন করে ট্রেনের যাত্রীর চাহিদা পূরণ করা সম্ভব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here