আজ রোববার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে। সকালে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১টায় ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।
ইন্টারনেটে http://www.educationboardresults.gov.bd – এই ওয়েবসাইট ভিজিট (SSC Result Website) করে রেজাল্ট জানা যাবে। এখানে রোল নাম্বার, পরীক্ষার (Examination) নাম এবং বোর্ড সিলেক্ট (Select) করে সাবমিটি বাটনে (Submit Button) ক্লিক করে ফলাফল জানা যাবে।
এসএমএস-এর মাধ্যমে এসএসসি রেজাল্ট :
মোবাইলে এসএমএস অপশনে গিয়ে SSC<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণস্বরূপ: SSC DHA 123456 ২০২৪(পাসের বছর) পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য: মোবাইলে এসএমএস অপশনে গিয়ে Dakhil<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণস্বরূপ: Dakhil MAD 123456 ২০২৪ পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
এসএসসি ভোকেশনালের জন্: মোবাইলে এসএমএস অপশনে গিয়ে
SSC<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণস্বরূপ: SSC Tec 123456 ২০২৪ পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখের বেশি ছিল।