Dhaka University

অননলাইনে ভর্তি পরীক্ষা নেবে না ঢাকা বিশ্ববিদ্যালয়। সশরীরেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে মঙ্গলবার (২০ অক্টোবর) ডিনদের মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে করোনা পরিস্থিতি চলমান থাকলে বিভাগীয় শহরে পরীক্ষা নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালসহ বিভিন্ন অনুষদের ডিনগণ উপস্থিত ছিলেন।

পরীক্ষাটি হবে ১০০ নম্বরের। এসএসসি ও এইচএসসি দুটোতে থাকবে টোয়েন্টি পার্সেন্ট। ৮০-এর মধ্যে দিতে হবে এমসিকিউ ৩০ এবং রিটেন ৫০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here