রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সশরীরে উপস্থিত হয়ে আগের নিয়মেই অংশ নিতে হবে ভর্তিচ্ছুদের। মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একাডেমিক কমিটির সভায় ভর্তি পরীক্ষা আগের নিয়মে সশরীরে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে পরীক্ষা পদ্ধতি কী হবে সেটি এখনো নির্ধারণ করা হয়নি। ভর্তি পরীক্ষার উপকমিটি এ সিদ্ধান্ত নেবে।

প্রসঙ্গত, করোনাভাইরাস পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনলাইনে নেওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। তবে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সশরীরে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এদিকে এই সভায় স্নাতক পাশ করা শিক্ষার্থীদেরও সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ রাখার সিদ্ধান্ত হয়েছে। এর আগে শুধু স্নাতকোত্তর ও এমফিল/পিএইচডি ডিগ্রি অর্জন করা শিক্ষার্থীরা সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পেতেন।

এবার ঢাবি ও চবির মতো রাবিতেও সশরীরে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here