dr. Dipu Moni

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর সরাসরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার (১৭ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

এছাড়া শিক্ষার্থীরা যাতে সারা বছর ডিজিটাল ক্লাসে অংশগ্রহণ করতে পারে, সেলক্ষ্যে একটি টিভি চ্যানেল চালুর বিষয়টি বিবেচনাধীন বলে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুততম সময়ে মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকলকে অগ্রাধিকার ভিত্তিতে করোনাভাইরাসের টিকা প্রদানের আওতায় নিয়ে আসা হবে।

সংসদে আরেক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ২০ হাজার ৪৯৯টি স্কুলের মধ্যে ১৫ হাজার ৬৭৬টি এবং চার হাজার ২৩৮টি কলেজের মধ্যে ৭০০টি কলেজে অনলাইন ক্লাস চালু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here