Maitree-Express-Train

ঢাকা-কলকাতা রুটের ট্রেন ‘মৈত্রী এক্সপ্রেস’এর নতুন শিডিউল শুরু হয়েছে। ট্রেনটি সপ্তাহে চার দিনের বদলে এখন থেকে চলবে পাঁচ দিন। ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকালে রাজধানীর ক্যান্টনমেন্ট রেল স্টেশনে মৈত্রী এক্সপ্রেসের নতুন শিডিউলের প্রথম ট্রিপের উদ্বোধন করেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নতুন করে মঙ্গলবার দিনটি যুক্ত হয়ে এখন সপ্তাহে পাঁচ দিন অর্থাৎ শুক্র, শনি, রবি, মঙ্গল ও বুধবার ঢাকা-কলকাতা রুটে চলাচল করবে ‘মৈত্রী এক্সপ্রেস’। এটি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে যাবে এবং কলকাতায় পৌঁছাবে বিকেল ৪টায়। ট্রেনটি বন্ধ থাকবে সোম ও বৃহস্পতিবার।

মৈত্রী এক্সপ্রেস ট্রেনের মোট ৪৫৬টি চেয়ারের মধ্যে ১৪৪টি এসি সিট (কেবিন) এবং ৩১২টি এসি চেয়ারসহ রয়েছে। এসি সিটের ভাড়া ৩৪৩৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া ২৪৫৫ টাকা।

এছাড়া খুলনা থেকে কলকাতাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ আগে সপ্তাহে চলতো একদিন। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে এটি সপ্তাহে চলবে দু’দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here