প্রথমবারের মতো ইরান চলতি সপ্তাহে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে সরকারি আমদানি ক্রয়াদেশ দিয়েছে। মঙ্গলবার আধা-সরকারি তাসনিম অ্যাজেন্সি এ তথ্য জানায়। খবর রয়টার্স সংবাদ সংস্থা।
Iran makes first import order using cryptocurrency, Tasnim reports https://t.co/vnsTpVC3It pic.twitter.com/aUzVhpFyJY
— Reuters (@Reuters) August 9, 2022
ওই ক্রয়াদেশটির মূল্য ১০ মিলিয়ন ডলারের ছিল বলে জানা গেছে। ডলারকে পাশ কাটিয়ে ক্রিপ্টো দিয়ে বাণিজ্য করার এটাই ইরানের প্রথম প্রয়াস। তারা এর মাধ্যমে রাশিয়ার মতো অন্য যেসব দেশ মার্কিন অবরোধের মুখে পড়েছে, তাদের সাথে বাণিজ্য করতে পারবে।
এর ফলে ইরান মার্কিন ডলারকে পাশ কাটিয়ে নিজেদের অর্থনীতিকে চাঙ্গা করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
ইরানের শিল্প, খনিজ ও বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আলী রেজা পেমেন-পাক টুইটারে বলেন, ‘সেপ্টেম্বরের শেষ নাগাদ নির্দিষ্ট দেশগুলোর সাথে বৈদেশিক বাণিজ্যে ক্রিপ্টোকারেন্সি ও স্মার্ট চুক্তি ব্যাপকভাবে ব্যবহার করা হবে।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রায় পুরো মাত্রায় অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে ইরানের ওপর। এমনকি তেল, ব্যাংকিং ও শিপিং সেক্টরও বাদ যায়নি অবরোধ থেকে।
এক সমীক্ষায় দেখা গেছে, গত বছর সকল বিটকয়েনের ৪.৫ ভাগ মাইনিং হয়েছে ইরানে। এর অন্যতম কারণ হলো দেশটির সস্তা বিদ্যুৎ।