আজ অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম টেস্টে ৭ উইকেটে জয় তুলে নেয়। জয়ের জন্য স্বাগতিকদের দরকার ছিল মাত্র ৩৫ রান। আর বাংলাদেশের প্রয়োজন ৭ ছিল উইকেট। এএই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজটি ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
West Indies take a 1-0 series lead!
They win the first Test in Antigua by seven wickets ✌️
Watch the rest of the #WIvBAN series live and free on https://t.co/CPDKNxoJ9v (in select regions) 📺#WTC23 | 📝 Scorecard: https://t.co/5o09s7geAZ pic.twitter.com/NZjT89QQxP
— ICC (@ICC) June 19, 2022
গতকাল শনিবার তৃতীয় দিনে ২ উইকেট হারিয়ে ৫০ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ২৪৫ রানে অল আউট হয়ে যায়। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের টার্গেট দাঁড়ায় ৮৪ রান। স্বাগতিকরা ৩ উইকেটে হারিয়ে ৪৯ রান সংগ্রহ করে।
West Indies won by 7 wickets.#BCB #Cricket #WIvBAN pic.twitter.com/f39uXZnHuP
— Bangladesh Cricket (@BCBtigers) June 19, 2022
আজ চতুর্থ দিনে জয়ের জন্য ৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ক্যাম্পবেল ৫৮ ও ব্ল্যাকউড ২৬ রানে অপরাজিত থেকে কোন উইকেট না হারিয়ে ৩৯ রান করে বাংলাদেশের বিপক্ষে জয় নিশ্চিত করে।
ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচ প্রথম টেস্টে দুই ইনিংস মিলে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ায় শুরু হবে।
[…] ৭ উইকেটে প্রথম টেস্টে জিতে গেল ওয়েস্ট … […]