আবারও গান গেয়ে আলোচনায় আসেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবার পদ্মা সেতু নিয়ে গান গাইলেন এই তারকা। আজ সোমবার গানটি ইউটিউবে রিলিজ করার কথা রয়েছে।

মাওয়া এলাকায় গানটির শুটিং হয়েছে বলে জানিয়েছেন হিরো আলম। অভিনয়ে যথারীতি আলম নিজেই। তিনি বলেন, ভক্তদের অনুরোধেই গানটি গেয়েছি। আশাকরি এটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে। যদি কারও ভালো না লাগে তাহলে দেখবেন না। কিন্তু আমাকে গালাগালি করার কোনো প্রয়োজন নেই।

পদ্মা সেতু নিয়ে গাওয়া এই গানের কয়েকটি লাইন এমন- ‘পদ্মা সেতুর গান, শেখ হাসিনার জয় গান, পদ্মা সেতুর গান, বাঙালির জয়গান। জয় হলো আজ বাংলাদেশের, বিশ্ববাসী আজ তাকিয়ে দেখে; বঙ্গবন্ধুর সোনার দেশে একটি পদ্মা সেতু দাঁড়িয়ে আছে…।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here