wi champion 2022
Photo Credit: Twitter

সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০ উইকেটে হেরে গেল বাংলাদেশ। এর ফলে ২-০ ব্যবধানে টেস্ট জয় করে বাংলাদেশকে হোয়াটওয়াশ করল ক্যারিবিয়ানরা।

বৃষ্টির কারণে স্থানীয় সময় বিকাল ৩টায় খেলা শুরু হয়। চতুর্থ দিনে বাংলাদেশের হাতে ছিল ৪ উইকেট । মাত্র ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ ৫৪ রান করে। আগের দিনের ১৩২ রান মিলে দ্বিতীয় ইনিংসে মাত্র ১২ রানের লিড দিতে পেরেছিল সফরকারীরা।

বল হাতে ক্যারিবিয়ানদের কেমার রোচ, জোসেপ ও সিলস তিনটি করে উইকেট নিয়েছেন।

১৩ রানের লক্ষ্য খেলতে নেমে স্বাগতিকরা ২.৫ ওভারে জয় তুলে নেয়। বাংলাদেশ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেকটি সিরিজ ২-০ ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলের একেবারে শেষে নবমে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ অবস্থান করছে ছয় নম্বরে।

সিরিজের সেরা খেলোয়াড়
কাইল মেয়ার্স (ওয়েস্ট ইন্ডিজ )

ম্যাচের সেরা খেলোয়াড়
কাইল মেয়ার্স (ওয়েস্ট ইন্ডিজ): ২/৩৫ & ১৪৬, ০/২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here