যুক্তরাষ্ট্রে একটি লরির ভেতর থেকে ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরা সবাই অভিবাসী বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ জুন) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। লরি থেকে উদ্ধার করা আরও ১৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। লরির চালক পলাতক রয়েছেন। পুলিশ কর্মকর্তারা গাড়িচালককে খুঁজছেন।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই লরির ছবি ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বড় একটি ট্রাকের চারপাশে জরুরি পরিষেবায় নিযুক্ত বহু সংখ্যক কর্মী রয়েছেন।

কেএসএটি নামক স্থানীয় একটি টিভি চ্যানেল জানিয়েছে, সান আন্তোনিও শহরের দক্ষিণ-পশ্চিম দিকে রেলের পাশ থেকে ওই লরিটি পাওয়া যায়।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এসব মানুষের মৃত্যুর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। তিনি বলেছেন, বাইডেনের ‘উন্মুক্ত সীমান্ত নীতির ফলাফল’ এটি।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড জানান, হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

কীভাবে এতোগুলো মানুষ মারা গেলো তা জানা যায়নি এবং স্থানীয় পুলিশ এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here