রাজধানীর উত্তর সিটি করপোরেশনে মশার উৎস খুঁজতে ড্রোনের ব্যবহার করা হবে। আগামী শনিবার থেকে টানা দশ দিন ড্রোনের মাধ্যমে চিরুনি অভিযান চলবে।

আজ বৃহস্পতিবার (৩০ জুন) উত্তরার ৪ নম্বর সেক্টরে ড্রোনের মাধ্যমে মশার উৎস শনাক্তকরণ কার্যক্রম পরিদর্শনে এসে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এমন তথ্যই দিয়েছেন।

তিনি বলেন, প্রতিটি বাড়িতে প্রবেশ করে ছাদ বা বেলকনিতে মশার উৎস খুঁজে বের করা কঠিন এবং সময় সাপেক্ষ কাজ। তাই অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে প্রতিটি বাড়ির ছাদে এডিসের লার্ভা আছে কি না সেটি খুঁজে বের করা হবে। কোনো বাড়িতে পাওয়া গেলে ওই বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে দেশে গত কয়েকদিনে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার পাশাপাশি বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। জনস্বাস্থ্যবিদেরা দুটি রোগের জন্যই মানুষকে সতর্ক থাকার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here