গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে জিতল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ডমিনিকায় প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও দ্বিতীয় ম্যাচে ৩৫ রানের জয় পায় ক্যারিবীয়রা। আজ তৃতীয় ম্যাচে বাংলাদেশ হেরেছে ৫ উইকেটে।
West Indies won by 5 wickets.#BCB #Cricket #WIvBAN pic.twitter.com/aFXI5ruqfD
— Bangladesh Cricket (@BCBtigers) July 7, 2022
গায়ানায় বৃষ্টি বাধা পেছনে ফেলে এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল ম্যাচ। গত দুই ম্যাচে টস হারলেও প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
বাংলাদেশ টস জিতে আগে ব্যাট করতে নেমে আফিফ হোসেনের ফিফটি আর লিটন দাসের ৪৯ রানের সুবাদে ১৬৩ রান সংগ্রহ করে টাইগার বাহিনী।
উইন্ডিজের পক্ষে ২ উইকেট নেন ওয়ালশ। ১ উইকেট করে নেন ওডেন স্মিথ ও রোমারিও শেফার্ড।
কাইল মায়ার্স ৫৫ আর অধিনায়ক নিকোলাস পুরানের অপরাজিত ৭৪ রানের ইনিংসে ভর করে ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলে জয় নিশ্চিত করে উইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১৬৩/৫ (লিটন ৪৯, আফিফ ৫০, মাহমুদউল্লাহ ২২, সোহান ২*; ওয়ালশ জুনিয়র ৪-০-২৫-২)।
ওয়েস্ট ইন্ডিজ: ১৮.২ ওভারে ১৬৯/৫ (মেয়ার্স ৫৫, পুরান ৭৪*, আকিল ৩*; নাসুম ৪-০-৪৪-২)।
ফল: ৫ উইকেটে জয়ী ওয়েস্ট ইন্ডিজ।
প্লেয়ার অফ দ্য সিরিজঃ নিকোলাস পুরান – (WI)
প্লেয়ার অফ দ্য ম্যাচঃ নিকোলাস পুরান (WI) – ৭৪* (৩৯)