Shormili-Ahmed
Photo Credit: Collected

জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন। আজ শুক্রবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

তার মৃত্যর ‍বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তারই ছোট বোন ও অভিনেত্রী ওয়াহিদা মল্লিকা জলি।

অভিনেত্রী শর্মিলী আহমেদ দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন বলে জানা গেছে। ১৯৪৭ সালের ৮ মে, ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদে তার জন্ম।

১৯৭৬ সালে মোহাম্মদ মহসিন পরিচালিত ‘আগুন’ নাটকে প্রথমবারের মতো মায়ের ভূমিকা পালন করেছিলেন। তিনি এ পর্যন্ত প্রায় ৪০০ নাটক ও ১৫০ চলচ্চিত্রে অভিনয় করেছেন। সুভাষ দত্তের ‘আলিঙ্গন’, ‘আয়না ও অবশিষ্ট’ এবং ‘আবির্ভাব’ চলচ্চিত্র দিয়ে পরিচিত হয়ে ওঠেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here