raz-porimoni
Photo credit: Facebook Post

২০২২ সালের শেষ দিনে (শুক্রবার ৩১ ডিসেম্বর রাত পৌনে ১টা) পরী মণি এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।’

এই পোস্টার মাধ্যেম শরিফুল রাজ ও পরী মণির সংসার ভেঙে যাওয়ার ইঙ্গিত দেখা দিয়েছে।

যদিও এই পোস্টার কারণ সম্পর্কে কিছু জানা না গেলেও গত ৯ নভেম্বর দেয়া এক ফেসবুক পোস্টে চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফির উদ্দেশে পরী লিখেছিলেন, রায়হান রাফি সিনেমার সাথে সাথে দালালিটাও ভালো করেন দেখি! এরপর অন্য এক পোস্টে নায়িকা বিদ্যা সিনহা মিমের উদ্দেশে তিনি লিখেছেন, ‘নিজের জামাইকে নিয়েই সন্তষ্ট থাকা উচিত ছিল’। এর পর থেকেই তারকা দম্পতির মধ্যে ভুল বুঝাবুঝি শুরু হয়।

উল্লেখ্য যে, গত বছর ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত ২০২২ সালের জানুয়ারিতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর বের হয় ও পরে ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা করেন তারা।

গত ১০ আগস্ট তাদের প্রথম পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য ঘর আলো করে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here