তিন ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন এই সিরিজের সূচি ঘোষণা করেছে ।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই সিরিজের সময়সূচি ঘোষণা করে জিম্বাবুয়ে।
সময়সূচি অনুযায়ী, ৩০ জুলাই প্রথম টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর। এরপর ৩১ ও ২ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ।
এরপর আগামী ৫, ৭ ও ১০ আগস্ট মাসে শুরু হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। দুই সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
বাংলাদেশের জিম্বাবুয়ে সফর ২০২২ সূচি
DATE | Time BD – ZIM (local ) |
MATCH | VENUE |
Saturday, 30 July 2022 | 5:00 PM – 1:00 PM | 1st T20I | Harare Sports Club |
Sunday, 31 July 2022 | 5:00 PM – 1:00 PM | 2nd T20I | Harare Sports Club |
Tuesday, 2 August 2022 | 5:00 PM – 1:00 PM | 3rd T20I | Harare Sports Club |
Friday, 5 August 2022 | 1:15 PM – 9:15 AM | 1st ODI | Harare Sports Club |
Sunday, 7 August 2022 | 1:15 PM – 9:15 AM | 2nd ODI | Harare Sports Club |
Wednesday, 10 August 2022 | 1:15 PM – 9:15 AM | 3rd ODI | Harare Sports Club |