পরবর্তী বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৭ দলের জন্য মালিকানা মনোনীত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এর মধ্যে রয়েছে বরিশাল, খুলনা, ঢাকা, সিলেট, রংপুর, চট্টগ্রাম ও কুমিল্লা। ওই প্রতিষ্ঠানগুলোকে আহ্বান করা হয়েছে মালিকানা চূড়ান্ত করার প্রক্রিয়া সম্পূর্ণ করতে।

বিসিবি রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে ৭টি প্রতিষ্ঠানের নাম প্রকাশ করে যাদেরকে আগামী ৩ বছরের জন্য মালিকানা দেওয়া হচ্ছে।

ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড (বরিশাল)

মাইন্ডট্রি লিমিটেড (খুলনা),

প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড (ঢাকা),

ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড (সিলেট),

টগি স্পোর্টস লিমিটেড/বসুন্ধরা গ্রুপ (রংপুর),

ডেল্টা স্পোর্টস লিমিটেড (চট্টগ্রাম),

কুমিল্লা লিজেন্ডস লিমিটেড (কুমিল্লা)

২০২৩ সালের ৫ জানুয়ারি থেকে পরবর্তী বিপিএল শুরু হবে, চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া ২০২৪ সালের আসর হবে ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি এবং ২০২৫ সালের আসর ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here