Taylor Swift wins at 2019 American Music Awards
Photo Credit: Taylor Swift/twitter ·

কিছুদিন আগেই আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ টেইলর সুইফটকে ‘আর্টিস্ট অব দ্য ডিকেড’ ঘোষণা করেছে। ২৫ নভেম্বর গায়িকার হাতে এই সম্মাননা তুলে দেওয়ার হলো। ফের ‘দশক সেরা’র সম্মান পেলেন সুইফট।

এবার বিলবোর্ড তাকে ‘ওম্যান অব দ্য ডিকেড’ ঘোষণা করেছে। ১২ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসে হবে বিলবোর্ডের ‘ওম্যান ইন মিউজিক’ অনুষ্ঠান। সেখানেই সুইফটকে এ সম্মাননা দেওয়া হবে। এবারই প্রথমবারের মতো ‘ওম্যান অব দ্য ডিকেড’ সম্মাননা দিচ্ছে বিলবোর্ড, প্রথমবারেই পেলেন ‘লাভার’ গায়িকা।

টেইলর বছরের সেরা গায়িকা ও তার গানের পপ/রক অ্যালবাম “লাভার” এর জন্য দুটি পুরস্কার মিলে তার ভান্ডারে এখন ২৫টি অ্যাওয়ার্ড হয়েছে । এর ফলে প্রয়াত পপ তারকা মাইকেল জেসনের ২৪টি রেকর্ড অতিক্রম করেন। আর এর মাধ্যমে মাইকেল জ্যাকসনের রেকর্ড ভেঙলো টেইলর সুইফট।

এক বিবৃতিতে বিলবোর্ড বলে, ‘টেইলর সুইফট সর্বকালের সেরা গায়িকাদের একজন। বিলবোর্ড হট ২০০-এ তার পাঁচটি অ্যালবাম শীর্ষে জায়গা পেয়েছিল, পাঁচটি সিঙ্গল বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে ছিল। সংগীতে অবদান ছাড়াও শিক্ষা বিস্তার, ক্যান্সার গবেষণা, নিরক্ষরতা দূরীকরণসহ বিভিন্ন সামাজিক ইস্যুতেও তিনি বিশ্বজুড়ে অসাধারণ অবদান রেখেছেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here