এবারের অস্কারে সেরা ফিচার প্রামাণ্যচিত্রের পুরস্কার পেয়েছে আমেরিকান ফ্যাক্টরি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার প্রযোজনা সংস্থা হাইয়ার গ্রাউন্ডের সমর্থনে এ প্রামাণ্যচিত্র নির্মিত হয়। রবিবার প্রামাণ্যচিত্রটি সেরার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জেতায় পরিচালকদের অভিনন্দন জানিয়েছেন ওবামা-মিশেল।

টুইটারে ওবামা ও মিশেল পৃথক বার্তায় লিখেছেন, আমেরিকান ফ্যাক্টরি নির্মাতা জুলিয়া রেইচার্ট ও স্টিভেন বোগনারকে অভিনন্দন।

আমেরিকান ফ্যাক্টরি তথ্যচিত্রটি ২০১৯ সালে সানড্যান্স ফিল্ম ফেস্টিভালে সেরা যুক্তরাষ্ট্রের সেরা তথ্যচিত্র পরিচালনার পুরস্কার জিতে নেয়।

অর্থনৈতি বিপর্যয় ও সংস্কৃতির সংঘাতের বিষয়বস্তু নিরীক্ষার মধ্য দিয়ে চলচ্চিত্রটি ওহাইয়োর মোরাইনের বন্ধ জেনারেল মটরস কারখানা সেসব শ্রমিকদের অভিজ্ঞতা তুলে ধরেছে, যারা ওই কারখানা চীনা মালিকানায় হস্তান্তরিত হয়ে ফের চালু হওয়ার আগে ছয় বছর বেকার জীবনযাপন করে।

রোববারের অনুষ্ঠান ওবামা দম্পতির কেউ উপস্থিত না থাকলেও মঞ্চে উঠে কৃতজ্ঞতা স্বীকারের সময় হায়ার গ্রাউন্ড প্রডাকশন্সের কথা তুলে ধরেন পরিচালক বগনার।

নেটফিক্সে মুক্তি পেয়েছেন আমেরিকান ফ্যাক্টরি। এতে ডাইটন ও ওহিওতে কারখানায় মানুষের মধ্যকার সাংস্কৃতিক পার্থক্য তুলে ধরা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here