করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এক হাসপাতালে ভর্তি হয়েছেন এ দেশের নবনাট্য আন্দোলনের অন্যতম পুরোধা, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ।

নমুনাপরীক্ষায় করোনাভাইরাস শনাক্তের পর শুক্রবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তিনি।

তিনি জানান, বুধবার জ্বরে আক্রান্ত হওয়ার পর দিন বৃহস্পতিবার স্কয়ার হাসপাতালে নমুনা জমা দেন। শুক্রবার রিপোর্ট পজিটিভ আসার পর পরই চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‌আমার শারীরিক অবস্থা খুব একটা খারাপ না। হালকা জ্বর আছে। শ্বাসকষ্ট কিছুটা আছে। চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাচ্ছি।

সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সভাপতি বাচ্চু ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা। তিনি ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ কেন্দ্রের সভাপতি।

তার নির্মিত চলচ্চিত্র ‘গেরিলা’, ও ‘আলফা’ সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here