Photo credit: সংগৃহীত

আজ (২ সেপ্টেম্বর) ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করছেন । অপূর্বর বিয়ের দিনে গণমাধ্যমে তার সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতিও নিজের বিয়ের কথা জানালেন। তিনি বলেন, ‘অপূর্বর সাথে আনুষ্ঠানিক বিচ্ছেদের এক বছরেরও বেশি সময় পর বিয়ে করেছি আমি। সেটা পারিবারিকভাবেই।’

অদিতি জানান, ‘অপূর্বর সাথে আমার ছয় মাস সেপারেশন থাকার পর ডিভোর্স পেপারে সাইন করি। সেটা ২০১৯ সালের আগস্ট মাসে। আর আমরা ডিভোর্সের নিউজ প্রকাশ করি ২০২০ সালের মে মাসে। আমার দ্বিতীয় বিয়ের কাবিন হয় ২০২১ সালের জানুয়ারিতে।’

অদিতি যাকে বিয়ে করেছেন তিনি কর্পোরেট অঙ্গনে চাকরি করেন। নাম মাহবুব পারভেজ। অদিতি জানান, পারভেজের সঙ্গে আমার আর অপূর্বের পরিচয় হয়েছে আমাদের ডিভোর্সেরও এক বছর পর। অমায়িক এই ভদ্র ছেলেকে আমার বাবা-মা খুব পছন্দ করেন। সব কিছু অনুকূলে থাকায় পারিবারিক ভাবেই বিয়ে হয়।

২০১১ সালের ১৪ জুলাই পারিবারিকভাবে অপূর্বর সাথে অদিতির বিয়ে হয় । তাদের ঘরে আয়াশ নামে এক পুত্রসন্তান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here