Srijit-Mukherji-Marries-Mithila

অবশেষে বাংলাদেশের ছোট পর্দার অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা বিয়ে করলেন ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে।

আজ শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৃজিতের দক্ষিণ কলকাতার লেক গার্ডেনসের বাড়িতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় তাদের সঙ্গে দেখা যায় মিথিলার মেয়ে আইরাকেও।

জানা গেছে, ইন্ডাস্ট্রির সকলকে নিয়ে বড় রিসেপশন পার্টি হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের কোনো এক সময়ে। রেজিস্ট্রি বিয়ের কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে মিথিলার জন্য নিজেরই ছবি জাতিস্মরের খোদার কসম জান গানটির কয়েকটি লাইন তুলে ধরে একটি ছবি পোস্ট করেছেন সৃজিত। সেই আবেগঘন পোস্টে সৃজিত লিখেছেন, প্রথম আলোয় ফেরা, আঁধার পেরিয়ে এসে আমি অচেনা নদীর স্রোতে চেনা চেনা ঘাট দেখে নামি চেনা তবু চেনা নয়, এ ভাবেই স্রোত বয়ে যায় খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়…’’। সঙ্গে একটি ছবি।

অনেকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথিলা-সৃজিতের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করলেন তারা।

View this post on Instagram

Mr. and Mrs. Rashid Mukherji 💕 @srijitmukherji

A post shared by Rafiath Rashid Mithila (@rafiath_rashid_mithila) on

এছাড়া বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কবি শ্রীজাতসহ সৃজিত মুখোপাধ্যায়ের আরও কিছু ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব। ছিলেন সৃজিত ও মিথিলার পরিবারের সদস্যরাও।

মিথিলা পরেন লাল রঙের জামদানি শাড়ি, কপালে ছোট্ট টিপ, কানে-গলায় মানানসই গয়না। আর সৃজিত পড়লেন লাল জহরকোট ও কালো পাঞ্জাবি।

বছরের শুরুতে একটি জন্মদিনের অনুষ্ঠানে মিথিলা ও সৃজিতের প্রথম দেখা হয়। এরপর থেকে তারা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ রাখতে শুরু করেন। এরপর বাংলাদেশের গায়ক অর্ণবের একটি গানের মডেল হলেন মিথিলা যেটা সৃজিতের প্রোডাকশন থেকে করা হয় । এভাবেই তৈরি হয় তাদের ঘনিষ্ঠতা।

২০০৬ সালের ৩ আগস্ট ভালোবেসে সংগীতশিল্পী তাহসানকে বিয়ে করেন মিথিলা। তাদের সংসারে একমাত্র কন্যা আইরা তেহরীম খান। তবে দু’জনের বনিবনা না হওয়ায় ২০১৭ সালের মাঝামাঝি সময়ে বিচ্ছেদে যান তাহসান-মিথিলা।

মিথিলা জানিয়েছেন, আজ মধুচন্দ্রিমায় তাঁরা সুইজারল্যান্ড যাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here