প্রাক্তন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড করিম বেনজেমা সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদের সঙ্গে আগামী মৌসুম তেকে তিন বছরের চুক্তি স্বাক্ষর করেছেন। জেদ্দা কেন্দ্রিক ক্লাবটির একটি সূত্র বার্তা সংস্থা এএপপিকে বিষয়টি আজ নিশ্চিত করেছে।
🚨 Introducing our newest superstar, Karim @Benzema! Ready to light up our stadium soon ⚽️💥 #Benzema2Ittihad#here2inspireKSA pic.twitter.com/XSQcyRghpO
— Ittihad Club (@ittihad_en) June 6, 2023
সৌদি ক্লাব সূত্রটি জানায়,‘ করিম বেনজেমা আগামী মৌসুম থেকে তিন বছরের জন্য আল-ইত্তিহাদ ক্লাবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন।’
Karim Benzema’s contract at Al Ittihad will be valid until June 2025 with option for further season, as called yesterday — it’s already signed. Club statement, very soon. 🟡⚫️🇸🇦 #AlIttihad
Salary could reach €200m with some commercial deals included. pic.twitter.com/Po5f2IIbvI
— Fabrizio Romano (@FabrizioRomano) June 6, 2023
তবে, এই ছুক্তি কত তাকার হয়েছে, তা ক্লাবের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে, ফ্যাব্রিজিও রোমানোর এক টুইট বার্তায় বলেছেন যে, বেনজেমা বছরে পাবেন ২০ কোটি ইউরো।
FT: #RealMadridAthletic 1-1
Los Blancos end the season with a draw, and bidding farewell to their talisman, Karim Benzema. #LaLigaSantander pic.twitter.com/eFxnGaqCzu
— LaLiga English (@LaLigaEN) June 4, 2023
রোববার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লা লিগা ম্যাচই রিয়াল মাদ্রিদের জার্সিতে করিম বেনজেমার শেষ ম্যাচ ছিল।
মাদ্রিদের হয়ে ৬৪৮ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫৪ টি গোল করেছেন বেনজেমা। সর্বোচ্চ ৩৫৫টি গোল করেছেন রোনাল্ডো।