আফগানিস্তান ১৪৬ রানে অলআউট, ফলোঅন না করিয়ে বাংলাদেশ ১ উইকেটে ১৩৪ রান
Photo credit: ICC/Twitter

আজ  ম্যাচের দ্বিতীয় দিনের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে। আমির হামজার বলে মাহমুদুল হাসান জয় ১৩ বলে বলে ১৭ রান করে আউট হন।

ক্রিজে থাকা নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান মিলে ১৩০ বল থেকে ১১৬ রান করেন। এর মধ্যে শান্ত ৬৪ বলে ৫৪ রান ও জাকির হোসেনও ৬৪ বলে ৫৪ রান করে অপরাজিত রয়েছেন।

এর আগে আজ আফঘানিস্তান তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৯ ওভারে মাত্র ১৪৬ রান করে যায়. আফগানদের পক্ষে আফসার জাজাই ৪০ বলে ৩৬ রান ও নাসির জামাল সর্বোচ্চ ৩৫ রান করেন।

তবে, বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ২৩৬ রানের বিশাল লিড পেয়েও সফরকারীদের ফলোঅন না করানোর সিদ্ধান্ত নেন।

বল হাতে বাংলাদেশের পক্ষে এবাদত হোসেন ৪টি, তাইজুল, মিরাজ ও শরিফুল নেন দুটো করে উইকেট।

আজ দ্বিতীয় দিনের সকালে বাংলাদেশ আগের দিনের ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে খেলা শুরু করলেও ২০ রান যোগ করতেই ৫ উইকেট হারায় টাইগাররা।

সফরকারী দলের নিজাত মাসুদ ৭৯ রান দিয়ে ৫টি উইকেট নেন। এ ছাড়া ইয়ামিন ২টি, জহির, আমির ও রাহমাত ১টি করে উইকেট নেন.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here