সেমিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে মেসির আর্জেন্টিনা। কলম্বিয়াকে পেনাল্টি শুট-আউটে ৩-২ গোলে পরাজিত করে আর্জেন্টিনা।
এবারে আর্জেন্টিনার জয়ের নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস । তিনি কলম্বিয়ার তিনটি শট ঠেকিয়ে দলকে কোপা আমেরিকার ফাইনালে নিয়ে গেলেন ।
ম্যাচের শুরুর দিকে দারুণ কিছু আক্রমণ করে আর্জেন্টিনা। এর ফলে ম্যাচের ৭ মিনিটে মেসির পাস থেকে গোল করে ফেললেন লওতারো মার্টিনেজ।
¡Gran combinación! Lionel Messi se la cedió a Lautaro Martínez para el 1-0 de Argentina en Brasilia
🇦🇷 Argentina 🆚 Colombia 🇨🇴#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/u7A9teS9HO
— Copa América (@CopaAmerica) July 7, 2021
কিন্তু দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে সমতায় ফিরে কলম্বিয়া । নিজেদের অর্ধ থেকে ফ্রি কিক নেন কারদোনার। দুরন্ত গতিতে দৌড়ে আর্জেন্টিনার ডি-বক্সের কাছাকাছি পৌঁছে বল নিয়ন্ত্রণে নেন ডায়াজ। শেষ পর্যন্ত আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে ফাঁকি দিয়েকোনাকুনি শটে মার্তিনেজকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন।
¡Excelente definición! Luis Díaz remató exigido y marcó el empate de @FCFSeleccionCol en Brasilia
🇦🇷 Argentina 🆚 Colombia 🇨🇴#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/IuSocTxPMe
— Copa América (@CopaAmerica) July 7, 2021
ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে ড্র থাকে দুই দল। ফলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে জিতে ফাইনালে উঠল আর্জেন্টিনা।
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে পেনাল্টিতে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় কলম্বিয়া। অন্যদিকে, আর্জেন্টিনা শেষ আটে ৩-০ গোলে হারায় ইকুয়েডরকে।
আগামী রোববার ১১ জুলাই মারাকানা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।