ইতোমধ্যে প্রায় ছয় মাসে বিশ্বজুড়ে এক কোটির বেশি মানুষের শরীরে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন পাঁচ লক্ষাধিক মানুষ। তবে এতেই থামছে না এ মহামারী। এর অবসান ‘এখনো বহু দূরের পথ’ বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস।
গতকাল ২৯ জুন, সোমবার এক ব্রিফিংয়ে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ আরো ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
তিনি বলেন, ‘কিছু কিছু দেশে করোনা মহামারী নিয়ন্ত্রণে আসলেও বেশিরভাগ দেশেই এখনো করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী।’
সতর্ক করে দিয়ে তিনি আরো জানান, এর সংক্রমণের ভয়াবহ পরিস্থিতি সামনে অপেক্ষা করছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘এই রকম পরিবেশ ও অবস্থা চলতে থাকলে, আমরা সেই ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছি।‘
তিনি জানান, মাত্র ছয় মাসে বিশ্বে করোনায় সংক্রমণের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা পাঁচ লাখেরও বেশি।
বেশিরভাগ মানুষ ঝুঁকিতে থাকায় ভাইরাসটির সংক্রমণ এখনো আরো বড় পরিসরে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা আছে বলেও জানান গেব্রেইয়েসুস।