রাজধানীর বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে যাওয়ার সময় উদ্ধারকারী জাহাজের ধাক্কায় প্রথম বুড়িগঙ্গা সেতুতে ফাটল দেখা দিয়েছে। যে কারণে রাজধানীর পোস্তগোলায় অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১ নামের চার লেনের ওই সেতুটির একটি লেনে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে।

গতকাল ২৯ জুন, সোমবার সন্ধ্যার পর থেকেই ঢাকা-মাওয়া রুটের একটি লেন দিয়ে যানবাহন চলাচল বন্ধ করা হয় বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের (সওজ)অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) সবুজ উদ্দিন খান।

তিনি বলেন, ‘সেতুর একটি জায়গায় ফাটল দেখা দেওয়ায়, যানবাহন চলাচল স্থগিত করেছি।‘

আজ ৩০ জুন, মঙ্গলবার তাদের বিশেষজ্ঞরা পরিদর্শন করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এ প্রকৌশলী।

তবে প্রাথমিকভাবে পরিদর্শন করে দেখা গেছে সেতুর গার্ডারের অংশ উদ্ধারকারী জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, গতকাল সোমবার সকালে মর্নিং বার্ড নামের যাত্রীবাহী ওই লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে অপর একটি বড় লঞ্চের ধাক্কায় নদীতে ডুবে যায়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here