আজ মঙ্গলবার থেকে সীমিত পরিসরে দেশে করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেয়া শুরু হচ্ছে।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও এমএনসিএন্ডএএইচ লাইন ডাইরেক্টর ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে বুস্টার ডোজ কার্যক্রম মঙ্গলবার থেকে শুরু করার বিষয়টি নিশ্চিত করে এ সংক্রান্ত বিধানাবলী প্রকাশ করা হয়।
স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া জানান যে, অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্কদের বুস্টার ডোজের আওতায় আনা হবে। দেশে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেয়া হচ্ছে।
এরই মধ্যে গত রোববার (১৯ ডিসেম্বর) পরীক্ষামূলকভাবে ১৭ জন প্রবীণ নাগরিককে দিয়ে শুরু হয় বুস্টার ডোজ কার্যক্রম। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা প্রথম ব্যক্তি হিসেবে বুস্টার ডোজ নেন । তিনিই প্রথম দেশে প্রথম করোনা টিকা নিয়েছিলেন।