Professor Dr. AKM Mosharraf Hossain

এজমা রোগীদের (Asthma Patient) জন্য করোনাভাইরাস (Coronavirus) অতিরিক্ত ভাবনার উদ্রেক করে। কারণ করোনার লক্ষণের সাথে এজমা, ফ্লু, সাধারণ ঠান্ডার লক্ষণ মিলে যায়। আবার এজমা রোগ নিয়ন্ত্রণে না থাকলে করোনার সম্ভাবনা ও জটিলতা বেড়ে যায়।

করোনা মহামারীতে এজমা রোগীদের করণীয় (How to manage your asthma during Coronavirus) সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (Bangabandhu Sheikh Mujib Medical University (BSMMU) বক্ষব্যাধি (রেসপিরেটরি) বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাঃএকেএম মোশাররফ হোসেন বলেন

এজমা রোগীদের নিয়মিত ঔষধ সেবনের মাধ্যমে এজমা নিয়ন্ত্রণে রাখতে হবে।

শ্বাসকষ্ট (Respiratory problem) হলে করোনা না ভেবে এজমার আক্রমণ হবার কথা ভাবুন এবং উপশমকারি ইনহেলার নিন। যত্রতত্র নেবুলাইজ করবেন না। এতে জীবানু সংক্রমণ হতে পারে।

করোনাভাইরাস সম্পর্কে আরো পড়ুন :

Coronavirus: ৫টি উপায় মেনে চলুন, নিজেকে করোনা মুক্ত রাখুন

আইইডিসিআর (IEDCR) হটলাইন নম্বর, ফেসবুক পেজ, ই–মেইল

জেনে নিন: করোনা আক্রান্ত হলে করনীয়, কি খাবেন, কিভাবে সুস্থ হবেন ?

টাকার নোটের করোনা থেকে বাঁচার উপায়

আতঙ্কিত হবেন না, এতে এজমা আরো বেরে জেতে পারে। নিম্নে এজমা (Asthma), ইনফ্লুয়েঞ্জা (Influenza), সাধারণ ঠান্ডা, এলাজি (Allergy) ও করোনার লক্সনের তুলনা দেখানো হল।

Astma-for-coronavirus

Graph Credit: aafa.org

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here