বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ কোটি ৮৫ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৬ লাখ ২৯ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৮৫ লাখ ৪৫ হাজার ৯৩৪ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৬ লাখ ২৯ হাজার ৩৫৭ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৬ কোটি ৭১ লাখ ২১ হাজার ৩০৪ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯২ লাখ ৮৩ হাজার ৯৮৮ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৩০ হাজার ৭১৩ জনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here