coronavirus

বগুড়ার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৮ জন রোগী।

এই ১৮ জনের মধ্যে করোনা শনাক্ত হয়ে মারা গেছেন আট জন এবং বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানান ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন।

গত ২৪ ঘণ্টায় বিভিন্ন প্রতিষ্ঠানে বগুড়ার ৮১০টি নমুনা পরীক্ষা করে ২৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে বলেও জানান তিনি।

বগুড়ার ২৫০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতালে মারা গেছেন ১১ জন। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয়।

গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে ৪১ জন করোনা রোগী ভর্তি হয়েছেন বলেও জানান তিনি।

এ ছাড়া, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন পাঁচ জন। এদের মধ্যে কোভিড পজিটিভ ছিলেন তিন জন এবং বাকি দুজন উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানান হাসপাতালটির উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ।

বাকি দুজন মারা গেছেন বগুড়ার বেসরকারি হাসপাতাল টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে, জানিয়েছেন হাসপাতালটির একজন মুখপাত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here