coronavirus

দেশে প্রতিদিনই করোনা তান্ডব ছড়াচ্ছে। আজ দেশের ১৩ জেলা ১৫০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ১৩ জেলায় এ মৃত্যু হয়।

ব্যুরো ও প্রতিনিধিদের খবরে বিস্তারিত:
খুলনা: খুলনার ৪টি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৩ জন।

সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে ৩৯৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে একই সময়ে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে জেলায় আক্রান্তের হার দাঁড়াল ২০.৭ শতাংশ।

কুষ্টিয়া: গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১৭ জনের মৃত্যু। এদের মধ্যে ১০ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৭ জন উপর্সগ নিয়ে মারা গেছেন। অন্যদিকে ৭৩৪ নমুনা পরীক্ষায় ২৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩১.২২ শতাংশ। এছাড়া করোনা পজিটিভ হয়ে ২০২ জন এবং উপর্সগ নিয়ে ৮৭ জন হাসপাতালে ভর্তি আছেন।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৯ জন।

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৫ জন এবং উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে মহানগরীতে দুজন ও উপজেলায় ৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৪ জনে।

কিশোরগঞ্জে: কি‌শোরগ‌ঞ্জে গত ২৪ ঘণ্টায় ক‌রোনা উপসর্গ নি‌য়ে ৭ জ‌নের মৃত্যু হয়েছে।

রাজশাহী: গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম: কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় চিলমারী উপজেলা হাসপাতালে করোনায় আক্রান্ত ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া ১৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জন পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তের হার ২৮ দশমিক ১৯ ভাগ।
জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেট ওয়ার্ডে ভর্তি আছেন ২৯ জন।

বগুড়া: গত ২৪ ঘণ্টায় বগুড়া করোনা হাসপাতালে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল: গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৬৪৬টি নমুনা পরীক্ষা করে ২৫৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯.৩১ শতাংশ।

ফরিদপুর: ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা শনাক্ত হয়ে ৮ জন এবং উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। এছাড়া ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৩০৫জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here