শবে মেরাজ

আগামী ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দিনগত রাতে পবিত্র শবে মিরাজ পালিত হবে। বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নেয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়েব আলী মন্ডল। এতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব রুহুল আমীন উপস্থিত ছিলেন।

বাংলাদেশের আকাশে আজ পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। তাই সভার সিদ্ধান্ত অনুযায়ী রোববার (১৪ জানুয়ারি) থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে।

শবে মেরাজের গুরুত্ব

শবে মেরাজের গুরুত্ব অপরিসীম। এ রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর সান্নিধ্যে গিয়েছিলেন। তিনি সেখানে আল্লাহর নির্দেশে পাঁচ ওয়াক্ত নামাজের বিধান লাভ করেন।

শবে মেরাজ মুসলমানদের জন্য একটি বিশেষ রাত। এ রাতে বেশি বেশি ইবাদত-বন্দেগী করা উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here