শ্রম আইন লঙ্ঘনের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন।

মামলার অপর আসামিরা হলেন – গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান এবং বোর্ড ডিরেক্টর নুর জাহান বেগম ও মো. শাহজাহান।

আজ মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকার তৃতীয় নম্বর শ্রম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। জামিন শুনানি শেষে ১০ হাজার টাকায় মুচলেকায় ড. ইউনূসসহ চারজনের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর ঢাকার শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক এস এম আরিফুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।  আদালত ১২ই অক্টোবরের মধ্যে তাদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here