haji selim
Photo credit: Collected

দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত সরকার দলীয় সংসদ সদস্য হাজী মো. সেলিমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

রবিবার দুপুর ১২টার পর হাজী সেলিম আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে জামিন করলে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ সময় আসামিপক্ষের আইনজীবীরা আদালতে তার বয়স ও গুরুতর অসুস্থতা বিবেচানায় নিয়ে চিকিৎসা সুবিধা দেয়ার আবেদন জানান। এছাড়া এই রায়ের বিরুদ্ধে হাজী সেলিম আপিল করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

এর আগে গত বছর ৯ মার্চ অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিচারিক আদালতে দেওয়া হাজী সেলিমকে ১৩ বছর সাজা থেকে কমিয়ে ১০ বছর কারাদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট বেঞ্চ। এই রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এ আত্মসমর্পণ করতে বলা হয়।

উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন এবং ৫৯ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ১৩২ টাকার তথ্য গোপনের অভিযোগে লালবাগ থানায় মামলা দায়ের করে দুদক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here