bangladesh-vs-sri-lanak-2nd-test-2022

শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে আগামীকাল ২৩শে মে মাঠে নামবে বাংলাদেশ। সকাল দশটায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হবে।

প্রথম টেস্ট ড্র হওয়াতে দুই দলই চাইবে দ্বিতীয় ও শেষ টেস্টে জয় তুলে নিতে। চট্টগ্রাম টেস্টে একাই ৬ উইকেট পাওয়া বাংলাদেশের নাঈম হাসান আঙ্গুলের চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবে না ।

কোন কোন চ্যানেলে দেখাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজঃ

বাংলাদেশে সরাসরি দেখাবে গাজী টিভি ও টি-স্পোর্টসে।

টিভি পর্দা ছাড়াও ম্যাচগুলো দেখা যাবে অন-লাইন স্ট্রিম ইউটিউবেও। গাজী টিভি, টি-স্পোর্টসের ইউটউব চ্যানেলে ছাড়াও দেখাবে র‍্যাবিটহোল স্পোর্টস।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াডঃ

বাংলাদেশ দল : মোমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন।

শ্রীলংকা দল : দিমুথ করুনারতেœ (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারতেœ, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা ও লাসিথ এম্বুলদেনিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here