bd v sl 3rd day
Photo credit: Twitter/ICC

চলতি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজের তৃতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকা ৫ উইকেটে ২৮২ রান করে। প্রথম সেশনটা ভাল খেলা হলেও দ্বিতীয় সেশন বৃষ্টিতে ভেসে গেল। বিকেল ৪টায় আবার খেলা শুরু হলে তৃতীয় দিনে ৫১ ওভার পর্যন্ত খেলে পারে সফরকারি দল ।

প্রথম সেশনটা ভাল খেলা হলেও দ্বিতীয় সেশন বৃষ্টিতে ভেসে গেল। বিকেল ৪টায় আবার খেলা শুরু হলে তৃতীয় দিনে ৫১ ওভার পর্যন্ত খেলে পারে সফরকারি দল ।

আগের দিনের ২ উইকেটে ১৪৩ রান নিয়ে মাঠে নেমে আজ বুধবার এবাদতের বলে বোল্ড হয়ে শুন্য রানে আউট হন রাজিথা। এরপর সেঞ্চুরির পথে এগিয়ে যাওয়া দিমুথ করুনারত্নকে বোল্ড হন করে সাজ ঘরে ফেরত পাঠান সাকিব আল হাসান । লঙ্কান এই অধিনায়ক ৯ চারে ১৫৫ বলে ৮০ রান করেন।

এরপর দিনের শেষ দিকে ৮৭.৫ ওভারে আবারও সাকিবের বলে ৫৮ রানে আউট হন ধনাঞ্জয়া। দিনের শেষ ওভার পর্যন্ত ৫৮ রানে ম্যাথুস ও চান্দিমাল ১০ রানে চান্দিমাল অপরাজিত রয়েছেন।

বল হাতে বাংলাদেশের হয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব তিনটি ও ইবাদত নেন দুটি উইকেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here