Photo Credit: PID

শুধুমাত্র পাস করেই চাকরির পেছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হতে হবে এবং অন্যকে চাকরি দেওয়া সুযোগ তৈরি করতে হবে।

রোববার (৫ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২১ এর উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, তরুণ সমাজকে কারিগরি শিক্ষা ও ভোকেশনাল ট্রেনিংয়েরও সুযোগ করে দিয়েছি। পাশপাশি কম্পিউটার ট্রেনিংয়ের মাধ্যমে অনলাইনে সব রকম ব্যবসা বাণিজ্য যাতে করতে পারে সেই ব্যবস্থাও করে দিয়েছি।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যুব সমাজের জন্য বাজেটে আলাদা টাকাও বরাদ্দ রেখেছেন যাতে করে যে কেউ উদ্যোক্তা হতে চাইলে হতে পারে।

তিনি আরও বলেন, বর্তমানে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে খুব সহজে ক্রয় বাজার সম্পর্কে জানার সুযোগ হয়েছে । যার ফলে আমি মনে করি এই সুযোগকে কাজে লাগিয়ে একটু স্ব-উদ্যোগে কাজ করলেই কিন্তু নিজেরা উদ্যোক্তা হতে পারেন এবং নিজেরা কাজ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here