করোনার প্রকোপের মধ্যে সবাই যখন দিশেহারা তখন নতুন রাজনৈতিক দল নিয়ে সামনে আসলো জামায়াতের সাবেক নেতারা। জামায়াত থেকে বেরিয়ে আসা ও বহিষ্কৃতদের সমন্বয়ে রাজনৈতিক উদ্যোগ ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামে সংগঠনটি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ‘আমার বাংলাদেশ পার্টি’ বা এবি পার্টি হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে সংগঠনটির।

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত নেতা, ছাত্র শিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জু নতুন এ দলের ঘোষণা দেন। এ সময় দলটির ২২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এর আগে এবি পার্টির রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’-এর পক্ষ থেকে বলা হয়েছিল, এ দলে যারা থাকবেন তারা সবাই বয়সে তরুণ ও শিবিরের সাবেক নেতা। একাত্তর-পরবর্তী প্রজন্মের লোকজনকে নিয়ে নতুন দল গঠন করছেন তারা। শুরু থেকে এ দল গঠনে সমন্বয়কের ভূমিকায় ছিলেন মঞ্জু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here