রোহিঙ্গাদের ছোট একটি দলকে প্রথমবারের মতো ভাসানচরে পাঠানো হয়েছে। মূলত নতুন করে ২৮ জনের একটি রোহিঙ্গা দল বাংলাদেশে অনুপ্রবেশ করার সময়ে ধরা পড়লে, তাদের ভাসানচরে পাঠানো হয়।

শনিবার (২ মে) রাতে বাংলাদেশে প্রবেশের সময় তারা বঙ্গোপসাগরে কোস্টগার্ডের নিকট আটক হয়। পরে তাদের ভাসানচরে পাঠানো হয়।

জানা যায়, আটক হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১৯ জন মহিলা, ৫ শিশু ও ৪ জন পুরুষ রয়েছে। তাদের শনিবার রাতেই ভাসানচরে এনে ৪১ নং গুচ্চ গ্রামে রাখা হয়েছে।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের। তিনি বলেন শনিবার রাত ২টা ৩৫ মিনিটে রোহিঙ্গাদের ওই দলটি ভাসানচরে পৌঁছায়।

তিনি বলেন, এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ওই রোহিঙ্গারা সাগরে নৌকায় ভাসমান ছিল। পরে তাদের উদ্ধার করে ভাসানচরে নিয়ে যাওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here