রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আহ্বান সাড়া দিয়ে ত্রাণ তহবিলে নিজের মুসলমানি অনুষ্ঠানে উপহার হিসেবে প্রাপ্ত ৬০ হাজার টাকা দিয়েছে আরিফ হুদা নামের এক শিশু। করোনাভাইরাসে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষকে খাদ্য সহায়তা দিতে রোববার বিকেল সাড়ে তিনটায় নগর ভবনে মেয়রের হাতে এই অর্থ তুলে দেয় সে।

আরিফের দাদি নাসরিন হুদা বলেন, করোনা পরিস্থিতিতে অসহায় মানুষেরা খাদ্য সংকটে আছে- এমন সংবাদ টেলিভিশন ও পত্র-পত্রিকায় প্রকাশিত হচ্ছে। রাজশাহীতে সরকারি ও বিত্তবানদের সহযোগিতায় মেয়র মহোদয় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তাদের খাদ্য সহায়তা করার।

এই বিষয়গুলো আরিফের কোমল মনকে নাড়া দিয়েছে। সে নিজের খৎনা অনুষ্ঠানে প্রাপ্ত সব টাকা অসহায়দের খাদ্য সহায়তার জন্য মেয়রের ত্রাণ তহবিলে দিতে চায়। সেজন্য তাকে নিয়ে নগর ভবনে হাজির হয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here