না ফেরার দেশে চলে গেলেন কবি-সাংবাদিক মাশুক চৌধুরী। গতকাল ২৩ জুন, মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত ছিলেন তিনি।

বাংলাদেশ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক মাশুক চৌধুরী কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়লে তাকে  হাসপাতালে ভর্তি করা হয়। করোনা সন্দেহে নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর তার দেহে নিউমোনিয়ার সংক্রমণ শনাক্ত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে পড়াশোনা শেষ করে সাংবাদিকতা পেশায় যোগ দেন মাশুক চৌধুরী। এরপর কাজ করেন বিভিন্ন পত্রপত্রিকায়। তার সর্বশেষ কর্মস্থল ছিল বাংলাদেশ প্রতিদিন।

মাশুক চৌধুরীর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে ‘মুক্তিযুদ্ধ প্রিয়তমা আমার’, ‘নির্বাচিত কবিতা’, ‘স্বর্গের রেপ্লিকা’, ‘অত্যাগসহন’ ও ‘নদীর নাম দুঃসময়’ উল্লেখযোগ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here