করোনা ভাইরাসের সংক্রমণের পর দেশে এসে আটকেপড়া বাংলাদেশিদের জন্য আরেক দফা ইকামার মেয়াদ বাড়ানোর অনুরোধ করেছে বাংলাদেশ দূতাবাস। সৌদি সরকার এ পর্যন্ত ৩ দফা ইকামার মেয়াদ বাড়িয়েছে। এই মেয়াদ ৩০শে সেপ্টেম্বর শেষ হচ্ছে। মঙ্গলবার দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই অনুরোধ জানিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে।

ওই চিঠিতে বাংলাদেশ অনুরোধ জানিয়েছে, ইকামা কিংবা ভিসা, বাংলাদেশের নাগরিকদের যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী মেয়াদ তিন মাসের জন্য যেন বাড়ানো হয়।

সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসা প্রবাসীদের ইকামা ও ভিসার মেয়াদ শেষ হয়ে আসায় শঙ্কা নিয়ে দিন কাটাচ্ছেন। সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স ফ্লাইট চালুর ঘোষণা দেয়ায় টিকিটের জন্য প্রবাসীরা ভিড় করছেন। তবে চাহিদা অনুযায়ি টিকিট না পাওয়ায় দুই দিন ধরে বিক্ষোভ করছেন টিকিট প্রত্যাশীরা। যাত্রীর চাপের কারণে মঙ্গলবার টিকিট বিক্রি বন্ধ রাখার তথ্য জানায় সৌদি এয়ারলাইন্স।

ওদিকে ফ্লাইট চালানোর অনুমতির জটিলতার কারণে বাংলাদেশ বিমানও এখন পর্যন্ত ফ্লাইট চালাতে পারছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here